সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
দ্বি-কক্ষ বিশিষ্ট জাপানের পার্লামেন্ট ‘ন্যাশনাল ডায়েটে’র নিম্নকত্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভেঙে দেওয়ার কথা বলেন অ্যাবে।
তিনি বলেন, বৃহস্পতিবারই দেশটির চলতি সংসদ ভেঙে দেওয়া হবে।
এদিকে সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদপত্র ‘নিক্কি’র চালানো এক জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে শিনজোর নেতৃত্বাধনীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এরই ধারাবাহিকতায় প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে আরও একপেশে করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে পারে এ আগাম নির্বাচন।
এ নির্বাচনে জয়ী হলে উত্তর কোরিয়াসহ বিভিন্ন ইস্যুতে যেসব সঙ্কট তৈরি হয়েছে সেগুলো সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়া যাবে বলে খবরে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমএ /