ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

১০ লাখ পাউন্ডের ব্যাংক নোট বিক্রি হল ৬৯ হাজারে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, সেপ্টেম্বর ৩০, ২০১১
১০ লাখ পাউন্ডের ব্যাংক নোট বিক্রি হল ৬৯ হাজারে!

লন্ডন: দশ লাখ পাউন্ডের একটি বিরল ব্যাংক নোট লন্ডনে বিক্রি হয়েছে মাত্র ৬৯ হাজার পাউন্ডে।

বৃহস্পতিবার লন্ডনে একটি নিলামঘরে একজন ব্যাংকনোট সংগ্রহকারী ওই নোটটি বেচে দেন।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনীতিকে দেউলিয়াত্বের হাত থেকে বাঁচাতে ১৯৪৮ সালে যে মারশাল প্ল্যান নামে একটি অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয় তখন এই ব্যাংকনোটটি বাজারে ছাড়া হয়েছিল।

ওই পরিকল্পনার আওতায় ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ কোটি পাউন্ড ঋণ নেয়। যদিও ঋণের বিষয়টি বৈধ দরপত্রের মাধ্যমে করা হয়নি।

ওই সময় ১০ লাখের ৯টি ব্যাংক নোট ছাপানো হয়েছিল। তবে বিরাজমান অর্থনৈতিক দূরাবস্থা সামাল দিতে অস্থায়ীভাবে এগুলো বাজারে ছাড়া হয়।

যে নোটটি বেচে দেওয়া হলো সেটার গায়ে সময় লেখা আছে ১৯৪৮ সালের ৩০ আগস্ট। এতে ব্যাংক অব ইংল্যান্ডের ছবির জলছাপ দেওয়া আছে।

মূল নয়টি নোটের মধ্যে সাত ও আট নম্বর নোটটি এখনও আছে। সেই সাত নম্বরটিই লন্ডনে ডিক্স নুনান ওয়েব নিলামঘরে বেচে দেওয়া হয়েছে।

মারশাল প্ল্যান সরকারিভাবে ইউরোপিয়ান রিকোভারি প্রোগ্রাম নামে পরিচিত। এই পরিকল্পনার আওতায় যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনীতির পুনর্গঠনে যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা দিয়েছিল।

পরিকল্পনাটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মারশালের নামানুসারে। ১৯৪৮ সালে চার বছর মেয়াদি এ পরিকল্পনা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।