ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ টম প্রাইস

ঢাকা: সরকারি কাজে ব্যয়বহুল ফ্লাইট ব্যবহারের কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো জয়েছে, প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস।

টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন। এতে দুই লাখ ২৩ হাজার মার্কিন ডলার ব্যয় হয়। যা অতি ব্যয়বহুল। অভিযোগে বলা হয়, করদাতারা এসব ফ্লাইটের খরচা বহন করেন।  

অভিযোগ ওঠার পর প্রাইস দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।