ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

১৮০০’শ এলটিটিআই সদস্যকে মুক্তি দিলো শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ১, ২০১১
১৮০০’শ এলটিটিআই সদস্যকে মুক্তি দিলো শ্রীলংকা

কলম্বো: শ্রীলংকার সরকার প্রায় ১৮০০ সাবেক তামিল টাইগার গেরিলাকে মুক্তি দিয়েছে। গত শুক্রবার তাদের মুক্তি দেওয়ার সংবাদ নিশ্চিত করে দেশটির সরকার।



স্বাধীন জাফনা’র দাবিতে দীর্ঘদিন ধরেই শ্রীলংকার তামিলরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল। কিন্তু গত ২০০৯ সালে নেপথ্যে ভারতের অর্থিক এবং সমর সহায়তায় শ্রীলংকা সরকার তামিলদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। এই অভিযানে মারা যায় তামিল টাইগারদের (এলটিটিআই) প্রধান ভেলুপিল্লাই প্রভাকরন এবং আত্মসমর্পন করে প্রায় এগারো হাজারেরও বেশি তামিল টাইগার।

ওই ঘটনার পর থেকেই বিভিন্ন আন্তর্জতিক মানবাধিকার সংগঠন শ্রীলংকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ আনতে শুরু করে। এরমধ্যে আটককৃত এবং আত্মসমর্পন করা সৈন্যদের মুক্তি দেওয়ার ব্যাপারেও ব্যাপক চাপ আসতে থাকে শ্রীলংকা সরকারের ওপর।

তারই ধারাবহিকতায় শ্রীলংকা সরকার এই সংখ্যক তামিল টাইগারদের মুক্তি দিলো। প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাক্সে সাবেক তামিল টাইগার সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি করেন।
 
রাজাপাক্সে বলেন, ‘আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই বিদ্রোহীদের মুক্তি দেওয়া হয়েছে। তাদের কাঠের কাজ, দর্জির কাজ এবং কৃষি কাজ শেখানো হয়েছে যাতে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। তাদের চাকুরি সুবিধা দেওয়ার জন্য সরকার কাজ করবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।