ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে আর আলোচনা নয়: কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, অক্টোবর ১, ২০১১
তালেবানের সঙ্গে আর আলোচনা নয়: কারজাই

কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়ে দিয়েছেন, তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা
আর চালিয়ে নেবে না।

তিনি বলেন, ‘বুরহানুদ্দিন রাব্বানি হত্যার পর আমি বুঝতে পেরেছি, এবার পাকিস্তানে সঙ্গে সংলাপে যেতে হবে।



সাবেক আফগান প্রেসিডেন্ট রাব্বানি তালেবানের সঙ্গে সরকারের পক্ষে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। সপ্তাহ খানেক আগে এক আত্মঘাতী হামলায় তিনি নিহত হন। এই হত্যাকা-ই তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার অন্তরায় হয়ে দাঁড়াল।

শনিবার আফগানিস্তানের ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে কারজাই বলেন, ‘সংলাপ চালিয়ে নেওয়ার মতো কোনো নেতা তালেবানের মধ্যে নেই। আর তালেবান নেতা মোল্লা ওমরকে খুঁজে পাওয়াও অসম্ভব। ’

তিনি বলেন, ‘তিনি কোথায়? আমরা তালেবান কাউন্সিলকেও দেখছি না। এটা কোথায়? তালেবান কাউন্সিল সদস্যের বেশ ধরে একজন দূত আসলেন এবং খুন করলেন, আর তারা এই ঘটনার দায় নিশ্চিত করল না আবার অস্বীকারও করল না। অতএব, আমরা পাকিস্তান ছাড়া আর কারও সঙ্গে আলোচনা করতে পারি না। ’

পাকিস্তানকে শান্তি আলোচনার একমাত্র দ্বিতীয় পক্ষ বলে উল্লেখ করেন কারজাই ।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদের সদস্যরা বিভিন্ন সময় আলাদা বিবৃতিতে প্রধান আলোচক বুরহানুদ্দিন রাব্বানির প্রশংসা করেছেন। তার হত্যাকাণ্ডে তারা তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।