ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, অক্টোবর ২, ২০১১
ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লন্ডন: দুই নারী আইনপ্রণেতাকে নিয়ে কটু মন্তব্য করায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ক্যামেরন নিজ পার্টি সদস্য আইনপ্রণেতা নাদিন ডোরিকে ‘সত্যিই হতাশাজনক’ এবং বিরোধী দলীয় এমপি অ্যাঙ্গেলা ঈগলকে ‘শান্ত হোন’ বলে মন্তব্য করেন।

আর এই মন্তব্য করাতেই সমালোচনার ঝড় ওঠে খোদ ব্রিটিশ পার্লামেন্টে।

আর সেই সমালোচনার জবাবে কিন্তু ব্রিটিশ গণমাধ্যম টাইমসে রোববার এক সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন বলেন, ‘সম্প্রতি পার্লামেন্টে চলা দুই সেশনে ওই দুই নারী ‘ভয়ংকর ভুল’ করেছে। তবুও আমি মেনে নিচ্ছি আমারই ভুল হয়েছে। আমার আরও ভালো ভাবে বলা উচিত ছিল। ’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।