ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

স্বাধীন তেলেঙ্গানার দাবিতে রাজঘাটে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, অক্টোবর ২, ২০১১
স্বাধীন তেলেঙ্গানার দাবিতে রাজঘাটে সমাবেশ

নয়াদিল্লি: স্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রের দাবিতে রোববার ভারতের রাজঘাটে সমাবেশ করছে তেলেঙ্গানাপন্থীরা। ভারতের ক্ষমতাসীন পার্টি কংগ্রেস স্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রের ইস্যুটিকে পেছনে ফেলতে চাইলেও তেলেঙ্গানাপন্থী নেতা কে চন্দ্রশেখর রাও এই ইস্যুটিকে বারাবার দৃষ্টিগোচরে আনছেন নয়াদিল্লির।

চন্দ্রশেখর কেসিআর নামেই সর্বাধিক পরিচিত।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির প্রধান কেসিআর। গান্ধির জন্মদিন উপলক্ষে যখন রাজঘাটে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে সেময়ই রাজঘাটে প্রতিবাদ সমাবেশ করছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীদের কাছে স্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রের দাবি তুলে ধরার জন্য শুক্রবার থেকেই কেসিআর অবস্থান নিয়ে আছেন রাজঘাটে।

এসময় হায়দারাবাদভিত্তিক জয়েন্ট অ্যাকশন কমিটির প্রধান অধ্যাপক কথনধরম এবং এর কিছু সদস্যরাও কেসিআরের সঙ্গে যোগ দেয়।
 
ইতোমধ্যে স্বাধীন রাষ্ট্রের দাবিতে তেলেঙ্গানায় ২০ দিন ধরে ধর্মঘট চলছে। তেলেঙ্গানার ১০টি জেলার সকল কর্মকান্ড বন্ধ হয়ে গেছে।

এদিকে শনিবার অর্থমন্ত্রী প্রনব মুখার্জি এবং কংগ্রেসের অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলাম নবী আজাদ এক বিবৃতিতে জানান, ‘এই ইস্যুতে আরও আলোচনার দরকার আছে এবং এরজন্য পর্যাপ্ত সময় চাই। এই সিদ্ধান্ত নেওয়া খুবই সহজসাধ্য কাজ নয়। ’

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।