ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিজেদের বোমায় ইয়েমেনের ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, অক্টোবর ২, ২০১১
নিজেদের বোমায় ইয়েমেনের ৩০ সেনা নিহত

সানা: ইয়েমেনের একটি যুদ্ধ বিমান ভুলবশত দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বোমা নিক্ষেপ করেছে।

বোমার আঘাতে ঘটনাস্থলেই ৩০ সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী কর্তৃপক্ষ।



শনিবার সন্ধ্যায় দক্ষিণের আবিয়ান প্রদেশে যুদ্ধবিমানটি ভুলবশত বোমাটি নিক্ষেপ করে। বোমাটি যেখানে পড়ে সেটি ছিল একটি পরিত্যাক্ত স্কুল। আর ওই স্কুল থেকে সেনাবাহিনীর ১১৯তম ব্রিগেড তাদের কার্যক্রম পরিচালনা করতো।

গত মে মাস থেকেই এই ব্রিগেডটি ওই অঞ্চলের আল কায়েদা কার্যক্রম নিয়ন্ত্রন করতে অবস্থান নিয়ে ছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ‘ওখানকার অবস্থা সম্পর্কে স্বচ্ছ করে বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে, স্কুলটিতে বোমা আঘাত হানার পর স্থানীয় জঙ্গিরা এসে সেনাসদস্যদের গুলি করে হত্যা করেছে। ’

তবে ১১৯তম ব্রিগেডটি মূলত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র বিরোধী। এই ব্রিগেডটি প্রতিবাদকারীদের সমর্থণ জানিয়ে আসছিল শুরু থেকেই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।