ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোজোন ভাঙলে ক্ষতি হবে ব্রিটেনের: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, অক্টোবর ২, ২০১১
ইউরোজোন ভাঙলে ক্ষতি হবে ব্রিটেনের: ক্যামেরন

লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘চলমান অর্থনৈতিক সংকটের কারণে ইউরোজোন ভেঙে গেলে ব্রিটেন বড় ক্ষতির শিকার হবে। ’
ব্রিটেনের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘ইউরোজোনে ঋণ সংকট শুধু এর জন্যই বড় হুমকি নয়, এই সমস্যা ব্রিটেনের অর্থনীতির জন্যও হুমকি এবং হুমকি বিশ্ব অর্থনীতির জন্যও।



এই সংকট মোকাবেলায় ইউরোজোনের নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ব্রিটেনের রপ্তানির ৪০ শতাংশ ইউরোজোনে যায়। সুতরাং ব্রিটেন এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ’

তিনি আরও বলেন, ‘এই অবস্থায় কী করতে হবে, সে ব্যাপারে ব্রিটেন সরকারের একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই সঙ্গে ব্রিটেন তার পরিকল্পনা নিয়ে ইউরোপে তার অংশীদারদের এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) চাপ দিচ্ছে। ’

এই অঞ্চলে অর্থনীতির কৌশলটি আরও শক্তিশালী করতে ইউরোজোনের নেতাদের কাজ করতে হবে বলে মত দেন ক্যামেরন। সেই সঙ্গে আইএমএফ’র আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বভৌম ঋণের ব্যাপারে উচ্চ পর্যায়ের সঙ্গে সুস্পষ্ট আলোচনার সুপারিশ করেন তিনি।

ক্যামেরন বলেন, ‘ইউরোপের ব্যাংকগুলো আরও শক্তিশালী করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে ইউরোজোনে বিরাজমান ঋণ সমস্যার একটি চূড়ান্ত প্রতিরক্ষা গড়ে তোলা যায়। ’

ইউরোজোনের অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।   ব্যক্তিগত কর আরোপের মতো কিছু সিদ্ধান্ত গ্রহণে পরস্পরের সহযোগিতা বাড়ানোর কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।