ঢাকা: বিখ্যাত তেল কোম্পানি শেল নাইজেরিয়ার জঙ্গিদের পেছনে লাখো ডলার খরচ করে সশস্ত্র সহিংসতা উস্কে দিচ্ছে। তেলশিল্প পর্যবেক্ষণ সংস্থা ও বেসরকারি বিভিন্ন সংগঠনের জোট প্ল্যাটফর্মের সাম্প্রতিক এক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে।
তদন্তে বলা হয়, তেল কোম্পানিটি নাইজার বদ্বীপে মানবাধিকার লঙ্ঘনের জড়িয়ে পড়েছে। জঙ্গিদের নিয়মিত হারে অর্থ দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ের সহিংসতা সৃষ্টি হচ্ছে। এর একটি উদাহরণ দিয়ে জানানো হয়, একটি ঘটনায় ৬০ লোক নিহত ও পুরো একটি শহর ধ্বংস হয়ে গিয়েছিল।
প্ল্যাটফর্মের তদন্তে প্রতিবেদনে প্রমাণ হিসেবে শেলের ব্যবস্থাপকের সাক্ষ্য নেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, শেল নাইজেরিয়ার সরকারি বাহিনীকে ভাড়া করে বেসামরিক লোকজনের ওপর নৃশংসতা চালায়। এর মধ্যে বেআইনি হত্যাকাণ্ড ও ধারাবাহিক নিপীড়নের কথাও বলা হয়েছে।
এদিকে, শেল এ অভিযোগ নাকচ করে তদন্তের প্রমাণাদি নিয়ে প্রশ্ন তুলেছে। কোম্পানি কর্তৃপক্ষ তাদের মানবাধিকার উন্নয়নে অতীত রেকর্ড উল্লেখ করে।
প্ল্যাটফর্ম তাদের ‘ইন কাউন্টিং দ্য কস্ট: কর্পোরেশনস অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক প্রতিবেদনে অভিযোগ করেছে, ‘তাদের কাছে প্রমাণ রয়েছে যে, শেল নিয়মিতভাবে জঙ্গিদের সহায়তা দিচ্ছে। সহিংস তৎপরতা পরিচালনাকারী একটি জঙ্গি গ্রুপকে তারা এক লাখ ৫৯ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ দিয়েছে।
জঙ্গি সদস্য চুকু আজিকোয়ে প্ল্যাটফর্মকে বলেন, ‘আমাদের অর্থ দেওয়া হয়েছে। এই অর্থ আমরা গোলাবারুদ, বুলেট এবং যুদ্ধ চালানোর জন্য যা যা লাগবে সব কেনার কাজে খরচ করছি। ’
ওই জঙ্গি গোষ্ঠীটি তেলের অর্থ নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। শেল এক গোষ্ঠীকে অর্থ দিয়ে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। প্ল্যাটফর্মের প্রতিবেদনে বলা হয়, এরপর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠা আসবে এবং যুদ্ধ করবে। এতে কিছু লোকও মারা পড়বে। এ নিয়ে ওই স্থানটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। যে জিতবে তার ওপর নজর পড়বে শেলের।
প্ল্যাটফর্ম আরও অভিযোগ করে, নেদারল্যান্ডস ভিত্তিক শেল কোম্পানি যে প্রতি মাসে হাজার হাজার মার্কিন ডলার রুমুয়েকপে শহরের জঙ্গিদের পেছনে ঢালে, তার খুব সম্ভাবনা আছে। এই শহরে জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই চলে। যে গ্রুপ লড়াইয়ে জয়ী শেল তাকেই অর্থ দেয়।
রুমুয়েতেকপে শহরটি নাইজেরিয়ার পূর্বাঞ্চলে শেলের কার্যক্রমের প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়, যা সেদেশে শেলের মোট তেল উৎপাদনের ১০ শতাংশ।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১