ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আগামী নির্বাচনে সারকোজি হেরে যাবেন: জরিপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, অক্টোবর ৩, ২০১১
আগামী নির্বাচনে সারকোজি হেরে যাবেন: জরিপ

প্যারিস: ফ্রান্সের এক-তৃতীয়াংশ ভোটার বিশ্বাস করে প্রেসিডেন্ট নিকোলা সারকোজ পুনর্নির্বাচিত হতে পারবেন না। আগামী নির্বাচনে দাঁড়ালে তিনি হেরে যাবেন।

এর মধ্যে নিজের দলেরই অর্ধেক সমর্থক এটা মনে। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য জানা গেছে।

গত সেপ্টেম্বর নিকোলা সারকোজির জনপ্রিয়তা সবচেয়ে নিচে নেমে গেছে। অবশ্য তিনি এখনো ঘোষণা দেননি আগামী নির্বাচনে লড়বেন নাকি সরে দাঁড়াবেন। আগামী বছর এপ্রিল ও মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে নির্বাচন অনষ্ঠানের কথা রয়েছে।

ভায়াভয়েস নামে একটি সংস্থা লিবারেশন দৈনিকের পক্ষে জরিপটি পরিচালনা করে। এতে দেখা যায়, ৬৮ শতাংশ লোক মনে করে, সারকোজি নির্বাচনে হেরে যাবেন।

নির্বাচনে সাত মাস আগেই সারকোজির সরকারকে চলতি সপ্তাহে প্রখর ধাক্কা মোকাবিলা করতে হচ্ছে। কারণ গত ৫০ বছরে এই প্রথম বামপন্থী প্রার্থীরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে।

জরিপে এক হাজার সাতজন লোক অংশ নিয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালিত হয়। জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, সারকোজির অর্থনৈতিক নীতিমালা, সরকারি ঋণ ও ঘাটতি নিয়ে তারা উদ্বিগ্ন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।