ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, অক্টোবর ৩, ২০১১
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

সানলিয়ানড্রো: উত্তর ক্যালিফোর্নিয়ায় দুজন বন্দুকধারী পার্টিতে যাচ্ছিল এমন লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে রোববার সকালে কমপক্ষে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। পুলিশ তথ্য জানিয়েছে।



 সানলিয়ানড্রোর পুলিশ সেন্ট দাউগ কালগানো জানান একদল লোক যখন একটি গুদামের পাশ দিয়ে যাচ্ছিল তখন বন্দুকধারীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত অন্য তিনজনের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুলিশ জানে না।

হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। কিন্তু রজার কিয়েল সান ফ্রান্সিসকো টেলিভিশন স্টেশন এবিসি৭ কে জানান, তার কন্যা শানাইচ কিয়েল নিহতদের একজন।

কমপক্ষে ১০০ লোক ওই পার্টিতে উপস্থিত ছিল। গুলি শুরু হলে পার্টিতে যাচ্ছিল এমন অনেকেই পালিয়ে যায়। কালগানো জানান, এ সময় উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। বন্দুকধারীদের কাছে আধা স্বয়ংক্রিয় অস্ত্রছিল। কিন্তু পুলিশ নিশ্চিত নয় তারা কয়টি গুলি চালিয়েছে।

 তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে, বন্দুকধারীরা পার্টিতে উপস্থিত ছিল, না কি নাকি লোকজন পার্টি ত্যাগ করার সময় বন্দুকধারীরা উপস্থিত হয়েছিল।

এঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।