ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাব্বানিকে হত্যার দায় অস্বীকার হাক্কানির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, অক্টোবর ৩, ২০১১
রাব্বানিকে হত্যার দায় অস্বীকার হাক্কানির

ঢাকা: আফগান শান্তি আলোচক ও সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানিকে হত্যার কথা অস্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক। রাব্বানি আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি স্থাপনের ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন।



হাক্কানি নেটওয়ার্ক গণমাধ্যমকে জানায়, রাব্বানিকে হত্যার ব্যাপারে তারা কোনোভাবে দায়ী নয়।

আফগান প্রশাসন রাব্বানি হত্যায় আত্মঘাতী হামলাকারীর সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের সম্পৃক্ততা পেয়েছে।

হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ হাক্কানি জানান, তার গোষ্ঠী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত নয়। গণমাধ্যমের কাছে তিনি এ বিষয়ে একটি অডিওবার্তা পাঠান।

নিরাপত্তার কারণে মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারেননি সিরাজ। তবে একজন মধ্যস্থতাকারীর সহায়তায় তিনি অডিওবার্তা পাঠান।

জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্টের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ছেলে সিরাজ। বিভিন্ন অভিযানে তিনিই মুখ্য ভূমিকা পালন করেন। কাবুলে সাম্প্রতিক সিরিজ হামলাগুলোর জন্য হাক্কানিকেই দায়ী করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।