নয়াদিল্লি: তেলেঙ্গানা ইস্যুতে কথা বলার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তেলেঙ্গানার কংগ্রেস নেতারা।
অন্ধ্রপ্রদেশেকে বিভক্ত করে নতুন তেলেঙ্গানা রাষ্ট্রের দাবিতে তারা কেন্দ্রিয় সরকারের কাছে দাবি নিয়ে গেছেন।
স্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রের দাবিতে আজ ২১ দিন ধরে আন্দোলন এবং ধর্মঘট চালিয়ে আসছেন স্বাধীন তেলেঙ্গানাপন্থীরা। ধর্মঘটের কারণে পুরো অঞ্চলেরই ব্যবসা, রেল যোগাযোগ এবং স্কুল-কলেজ সব বন্ধ আছে। গত সপ্তাহে তেলেঙ্গানার দাবি নিয়ে কে চন্দ্রশেখর রাও দিল্লিতে পৌঁছেছেন। এমনিক তিনি রোববার রাজঘাটে মহাত্মা গান্ধী জয়ন্তীতেও গিয়ে উপস্থিত হন তার সমর্থকদের নিয়ে। সোমবার মনমোহনের সঙ্গে দেখা করার কথা রয়েছে চন্দ্রশেখরের।
যদিও কংগ্রেসের জন্য অন্ধ্রপ্রদেশ ইস্যুটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ কেসিআর এবং তার সমর্থকরা সব জায়গাতেই কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য জোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে তেলেঙ্গানার কংগ্রেস নেতারা বলছেন, তারা যদি জনগণের দাবি মেটাতে না পারেন, তাহলে তাদের পদত্যাগ করতে হবে।
আর এই নিয়ে উভয় সঙ্কটে আছে খোদ কেন্দ্রিয় সরকার। একদিন আগেই অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছিলেন, তেলেঙ্গানা ইস্যু নিয়ে এতো জলদি কথা বলার কিছু নেই। সময় নিয়ে সবার সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে।
কিন্তু আর তর সইতে নারাজ তেলেঙ্গানাবাসী। ২১ দিন ধরে চলা ধর্মঘটে নেই কোনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা, নেই কোনো জ্বালাও পোড়াও।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১