হায়দরাবাদ: পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনে দেরি হওয়ায় হতাশ হয়ে ডি ভবানি নামের ১৮ বছরের এক ছাত্রী রোববার হায়দরাবাদের খোহেদা গ্রামে আগুনে আত্মাহুতি দিয়েছেন। পুলিশ জানায়, দুইদিনের মধ্যে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা।
ডি ভবানি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। হায়াতনগরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) বি ভাস্কর জানান, ভবানি রোববার সকাল সাড়ে নয়টার দিকে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে কেরোসিন দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। তার বাবা-মা দশরা উপলক্ষ্যে পাশ্ববর্তী বাজারে কেনাকাটা করতে গেলে ভবানি একা ছিল। এই সুযোগই কাজে লাগায় ভবানি।
ভাস্কর জানান, ঘটনাস্থলেই মারা যায় ভবানি। আত্মহত্যা করার আগে ভবানি তেলেগু ভাষায় একটি চিরকুট লিখে যায়। তাতে লেখা ছিল, ‘আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনে দেরি হওয়ার ব্যর্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’
পুলিশ জানায়, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ভবানির পরিবার এবং ও গ্রামবাসী এই আত্মহত্যার প্রতিবাদে কোহেদা-বিজয়ওয়াদা মহাসড়ক অবরোধ করে। তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনরত অনেক সমর্থক এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাস এবং প্রাইভেটকারের উপর পাথর ছুড়েছে।
এঘটনায় তেলেগু দেশম পার্টির সাংসদ নাগাম জনার্ধন শোক প্রকাশ করেছেন এবং তিনি ভবানির বাড়ি পরিদর্শন করেছেন।
তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলরত গ্রুপগুলো জানিয়েছে, ২০০৯ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত পৃথক তেলেঙ্গাগানা রাজ্যের দাবিতে প্রায় ছয়শ লোক তাদের জীবন উৎসর্গ করেছেন। যাদের বেশিরভাগই ছাত্র।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১