ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘ইসরায়েল একা হয়ে যাচ্ছে’-মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, অক্টোবর ৩, ২০১১
‘ইসরায়েল একা হয়ে যাচ্ছে’-মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা বলেন, ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটি ‘গুণগত সামরিক শক্তি হিসেবে’ টিকিয়ে রাখার জন্য ওংয়াশিংটন অঙ্গীকারাবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল কূটনৈতিকভাবে একা হয়ে যাচ্ছে।



পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর পেনেট্টা সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন। এই সফরে পেনেট্টা  ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া নিরাপত্তা প্রতিশ্রুতির ব্যাপারে আশ্বস্ত করেন এবং তুরস্ক ও মিশরের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে জানান।

সাংবাদিকদের সঙ্গে বিমানে পেনেট্টা জানান, এটা পরিষ্কার যে, ‘মধ্যপ্রাচ্যে যখন নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে পরিস্থিতি পাল্টে যাচ্ছে তখন ইসরায়েলের জন্য একা হয়ে যাওয়া ভালো নয়। ’

 ‘এটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের সঙ্গে আমাদের দৃঢ় নিরাপত্তা সম্পর্কের বিষয়টি আবার আশ্বস্ত করতে হচ্ছে, জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের গুণগত নিরাপত্তা সামরিক শক্তি বজায় রাখার বিষয়ে সচেষ্ট। যেহেতু তারা শান্তির বিষয়ে উদ্বিগ্ন, প্রয়োজন অনুযায়ী আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। ’

 পেনেট্টা আরও বলেন, তিনি আশাবাদী যে, ইসরায়েল এই অঞ্চলে তার সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। কিন্তু তিনি প্রশ্ন রাখেন, ‘সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখাই কি সব যদি তুমি কূটনৈতিকভাবে একা হয়ে যাও?

পেনেট্টা দেশটির প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

পেনেট্টার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী সালাম ফায়াদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি এমন এক সময়ে এই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন যখন মাত্র কদিন আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভেটো দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।