ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকি পুলিশকে জিম্মি করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, অক্টোবর ৩, ২০১১
ইরাকি পুলিশকে জিম্মি করেছে জঙ্গিরা

বাগদাদ: ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত জঙ্গিরা ইরাকের পশ্চিমাঞ্চলে স্থানীয় পরিষদের একটি ভবনে সোমবার  হামলা চালিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে রেখেছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



আনবার প্রদেশের আল-বাগদাদি শহরের ওই ভবনটি পুলিশ ঘিরে রেখেছে। খবরে বলা হয়, হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীর মাধমে এই ঘটনার সূত্রপাত।

২০০৩ সালে ইরাক আগ্রাসনের সময় থেকে এই প্রদেশটি জঙ্গি কার্যকলাপের অভয় আরণ্যে পরিণত হয়। যদিও ইরাকে এখন আগের তুলনায় সহিংসতা কমে এসেছে।  

তবে ইসলামপন্থী সুন্নি জঙ্গিরা এবং কট্টরপন্থী শিয়া জঙ্গিরা প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। আল বাগদাদি ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০কিলোমিটার দূরে অবস্থিত।

আনবার প্রদেশ মরুময় এলাকা এবং এটি আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।