অসলো: ২০১১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
এ বছর যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন।
তারা তিনজনই এই পুরস্কার ভাগ করে নেবেন। ‘সংক্রমণের বিরুদ্ধে শরীর কিভাবে লড়াই করে` এটা ছিল তাদের গবেষণার বিষয়।
অধ্যাপক ব্রুস বাটলার এবং হফম্যান শারীরিক প্রতিরোধ প্রথম কিভাবে ক্রিয়াশীল হয় তা আবিষ্কার করেন।
আর অধ্যাপক স্টেইনম্যান আবিষ্কার করেন ড্রেনড্রিটিক কোষ কিভাবে সংক্রমণ প্রতিরোধে কাজ করে সেই প্রক্রিয়া।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা,অক্টোবর ০৩,