ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, অক্টোবর ৪, ২০১১
পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিনী

জোহান্সবার্গ: ২০১১ সালে পদার্থ বিদ্যায় নোবেল পেলেন যৌথভাবে সল পার্লমুটার, ব্রায়ান শ্মিট, অ্যাডাম রিস। নোবেল বিজয়ী তিনজনই মার্কিন নাগরিক।



দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সাইন্সেস বলেন, ‘এই তিন আমেরিকার বিজ্ঞানী ১৫ লাখ মার্কিন ডলার ভাগাভাগি করে নেবেন। ’

৫২ বছর বয়সী পার্লমুটার ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ার সুপারনোভা কসমোলজি প্রজেক্টের প্রধান।

৪৪ বছর বয়সী শ্মিট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির হাই-জেড সুপারনোভা সার্চ টিমের প্রধান।

আর ৪২ বছর বয়সী রিস হলেন বাল্টিমোরের নস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনিস্টিটিউটের জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক।

মহাবিশ্ব সম্প্রসারনশীল বিষয়ে গবেষণার জন্য তারা এই নোবেল পুরষ্কার পেয়েছেন। এই তিন বিজ্ঞানীই টাইপ-১এ সুপারনোভা নিয়ে গবেষণা করছেন। এছাড়াও সবচেয়ে দ্রুতগতির পদার্থ অনুসন্ধানেও তাদের রয়েছে গবেষণার ক্ষেত্র।
তাদের গবেষণার বলা হয়, এই মহাবিশ্ব শুধুমাত্র সম্প্রসারন হচ্ছে না রবং অতিদ্রুত সেটা সম্প্রসারিত হচ্ছে।

নোবেল পুরষ্কার পাওয়ার পর শ্মিট তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমার সন্তান জন্মানোর পর যেরকম অনুভূমি হয়েছিল এখন তেমন লাগছে। আমার হাটুতে কোনো শক্তি খুঁজে পাচ্ছি না আমি। গত আধাঘণ্টা ধরে আমি খুব উত্তেজিত। ’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।