ইসলামাবাদ: তেহরিক-ই-তালেবানের একজন র্শীষ কমান্ডার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কখনো পাকিস্তান আক্রমণ করলে তালেবান তাকে অন্ধভাবে সমর্থন দেবে না। ’
তেহরিকের উপ-প্রধান ও বাজুর উপজাতি এলাকার কমান্ডার মৌলভি ফকির মোহাম্মদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাতকারে এই কথা বলেছেন।
উপজাতি এলাকায় মার্কিন ড্রোন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেই চলছে। ’
তবে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানে কখনও পদাতিক সেনা পাঠায়, তাহলে তেহরিক অন্ধভাবে বা আবেগতাড়িত হয়ে তার পক্ষে যুদ্ধ করবে না। তিনি বলেন, ‘পাকিস্তানকে সমর্থন দেওয়ার বিষয়ে তখন সিদ্ধান্ত নেবে তেহরিকের শুরা কাউন্সিল। ’
পাকিস্তান সরকারের সমালোচনা করে এই তালেবান নেতা বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারে একসঙ্গে দুই পক্ষেই খেলছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাচ্ছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে কিন্তু পাকিস্তান চাচ্ছে আমেরিকানদের আফগানিস্তানের খানাখন্দের ফাঁদে ফেলতে।
তিনি বলেন, ‘যদিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাক-মার্কিন একে অপরের মিত্র, কিন্তু তারা কেউ কাউকে বিশ্বাস করে না। এই মিত্র ছল-চাতুরিতে একজন আরেক জনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ’
আফগানিস্তানে বিরাজমান নাজুক নিরাপত্তা পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানের দ্বিমুখী নীতিকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানে ও আফগানিস্তানে শান্তি সম্ভব নয় যদি না এই দুই প্রতিবেশি শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নেয়। ’
মোহাম্মদ দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা কমে যাবে যদি তারা ইসলামি রাষ্ট্রগুলো থেকে সেনা প্রত্যাহার করে এবং পাকিস্তানের উপজাতি এলাকায় তাদের গোপন যুদ্ধ বন্ধ করে। আফগানিস্তান সরকার এবং সেখানে মোতায়েন মার্কিন সেনাদের সমর্থন পাচ্ছে তেহরিক এমন দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, তালেবানের পক্ষ থেকে এই প্রথম এমন ইঙ্গিত আসল যে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা পাকিস্তানের পক্ষ নেবে না।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১