ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া মুসলিমদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১২জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বন্দুকধারীরা যাত্রীদের জোর করে লাইনে দাঁড় করিয়ে গুলি করে। পুলিশ জানায়, নিহতদের বেশিরভাগই শিয়া মুসলিম।
সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু শিয়া মুসলিম লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটেছে।
প্রায় মাসখানেক আগে কোয়েটায় একটি শিয়া মসজিদকে লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন শিয়া নিহত হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা,অক্টোবর ০৪, ২০১১