কাবুল: জঙ্গিবাদবাদের বিরুদ্ধে যুদ্ধে ‘দ্বিমুখী নীতির’ জন্য পাকিস্তানকে দুষলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। কারজাই বলেন, পাকিস্তান নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করেনি-যা আমাদের জন্য হতাশাজনক।
আফগান প্রেসিডেন্ট বলেন, তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানির মৃত্যুর বিষয়ে লয়া জিরগায় শোক প্রস্তাব আনবেন। সোমবারে দেওয়া এক টেলিভিশন বক্তৃতায় কারজাই এসব কথা বলেন।
আফগান তদন্তকারীরা বলছেন, রব্বানি একজন পাকিস্তানি নাগরিকের হাতে নিহত হয়েছেন। তারা রাব্বানির মৃত্যুর জন্য তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছেন।
কিন্তু পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। রব্বানি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন।
রব্বানি ২০ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে তালেবানদের সঙ্গে বৈঠক করার সময়ে নিহত হন। রব্বানির মৃত্যর পর কারজাই বলেন, কাবুল তালেবানের সঙ্গে আর শান্তি আলোচনায় বসবে না। তার পরিবর্তে পাকিস্তানের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।
সোমবারে দেওয়া টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, আফগানিস্তান-পাকিস্তান ‘অবিচ্ছেদ্য ভাই’। তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশ সমস্ত ধ্বংস, দুর্যোগ এবং সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও এবং পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিমুকী নীতি অবলম্বন করার পরও।
তিনি বলেন, ‘পাকিস্তানের ইসলামিক সরকার আফগানিস্তানের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেনি- যা আমাদেরকে হতাশ করেছে। তিনি বলেন, আফগান জনগনের জন্য শান্তি ‘পরম প্রাপ্তি’। কিন্তু এটা ঠিক করতে হবে কাদের সঙ্গে শান্তি স্থাপন। ’
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১