ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় নিহত ২২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, অক্টোবর ৪, ২০১১
থাইল্যান্ডে বন্যায় নিহত ২২৪

ব্যাংকক: থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে এবং দেশটির দুই তৃতীয়াংশ মানুষ বন্যা কবলিত। দেশটির পুরাতন শহর আয়ুত্তুহায়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।



দুইমাস ধরে বন্যা চললেও গেল মাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির মোট ৭৭টি প্রদেশের মধ্যে ৫৮টি প্রদেশই বন্যার পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে ২৫টি প্রদেশের অবস্থা অত্যাধিক খারাপ।

দুর্যোগ প্রতিরোধ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ। এখনও নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ’

দেশটির বন্যা বিশেষজ্ঞ রয়্যাল চিত্রধন বলেন, ‘আমার দেখা সব বন্যার মধ্যে এটা সবচেয়ে ভয়াবহ। এখন পর্যন্ত বন্যার যে অবস্থা তাতে মনে হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। বেশিরভাগ প্রদেশের রাস্তা তলিয়ে গেছে যার ফলে উদ্ধার তৎপরতাসহ ত্রান কার্যক্রম ব্যহত হচ্ছে। ’

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ইতোমধ্যে ১০ হাজার সৈন্য মোতায়েন করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।