ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বলেছেন, আমেরিকানরা চার বছর আগে বর্তমানের চেয়ে অনেক ভালো ছিল। বেকারত্ব বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক মন্দাই এর কারণ বলে মনে করেন তিনি।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবামা ‘তিনি গুরুত্বহীন’ (আনডারডগ) হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, তবে তিনি এতে কিছু মনে করছেন না। এতে তিনি অভ্যস্ত বলেও জানান।
‘আপনি লোকজনকে কিভাবে আশ্বস্ত করবেন যে, তারা চার বছর আগের তুলনায় এখন ভালো আছেন?’ এবিসি নিউজের এমন এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘আমি বলছি না যে, তারা চার বছর আগে বর্তমানের চেয়ে অনেক ভালো ছিলেন। অর্থনৈতিক মন্দার আগে, লেম্যানের পতনের সময়ের চেয়ে তারা যে খুব ভালো অবস্থায় আছেন বিষয়টি মোটেও তা নয়।
ওবামা বলেন,‘আমি বিশ্বাস করি, সংকট কাটিয়ে অথনৈতিক উন্নয়নকে আমরা একটা গুণগত স্থিতিশীলতার জায়গায় রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও উচ্চ বেকারত্ব রয়েছে। ’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদিও তিনি কংগ্রেসে জনগণের সব দাবি পূরণ করতে সক্ষম হননি, তারপরও আমেরিকার জনগণ চায় যে তিনি (ওবামা) আবার প্রেসিডেন্ট হোন।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ওবামার জনপ্রিয়তা ৪০ ভাগের নিচে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১