নিউ ইয়র্ক: ভিসা পাবেন না মনে করে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করলেন তিব্বতীয় ধর্মগুরু দালাইলামা। মঙ্গলবার ওই ধর্মগুরুর অফিস থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
ওই বিৃবতিতে আরও বলা হয়, ‘তিনি ভারতে নির্বাসিত জীবন ত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সরকার সোমবার পর্যন্ত তাকে ভিসা না দেওয়ায় তিনি সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ’
এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে করা দালাইলামার অভিযোগ নাকোচ করে দিয়ে বলেন, দালাইলামাকে ভিসা দেওয়ার ব্যাপারে চীন সরকারের কোনো চাপ নেই। দালাইলামা একজন বিচ্ছিন্নতাবাদী।
নোবেল শান্তি কমিটির সদস্য আর্চ বিশপ ডেসমন্ড তুতু দালাইলামাকে তার ৮০তম জন্মদিন পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ভিসা প্রাপ্তিজনিত সমস্যার ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেন।
এখন পর্যন্ত মঙ্গলবারের ওই বিবৃতি সম্পর্কে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তুতু’র মুখপাত্র কোনো প্রকার বক্তব্য দেয়নি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আক্টোবর ০৪, ২০১১