ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোগাদিসুতে আত্মঘাতী বোমায় নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, অক্টোবর ৪, ২০১১
মোগাদিসুতে আত্মঘাতী বোমায় নিহত ৬৫

মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার মোগাদিসুর একটি সরকারি ভবনের বাইরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত ছাড়াও প্রায় ৫০জন আহত হয়েছে বলে জানা গেছে।

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন কর্মকর্তা আলী মুস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৬৫টি মৃতদেহ এবং ৫০ জন আহতকে হাসপাতালে নিয়ে এসেছি। এখনও অনেকে বোমা হামলাস্থলে পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। ’

নিহতদের মধ্যে ছাত্র, সৈন্য এবং বেসামরিক মানুষ ছিল বলেও তিনি জানান।

কে বা কারা এই বোমা হামলার জন্য দায়ী তা এখনও জানা যায়নি বা কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।