মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার মোগাদিসুর একটি সরকারি ভবনের বাইরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন কর্মকর্তা আলী মুস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৬৫টি মৃতদেহ এবং ৫০ জন আহতকে হাসপাতালে নিয়ে এসেছি। এখনও অনেকে বোমা হামলাস্থলে পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। ’
নিহতদের মধ্যে ছাত্র, সৈন্য এবং বেসামরিক মানুষ ছিল বলেও তিনি জানান।
কে বা কারা এই বোমা হামলার জন্য দায়ী তা এখনও জানা যায়নি বা কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১