দামেস্ক: সিরিয়ার সেনাবাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়ে গত তিনদিনে তিন সহস্রাধিক সাধারণ মানুষকে আটক করেছে। একজন বিক্ষোভকারী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এদের রাস্তান শহরের একটি সিমেন্ট কারখানা, স্কুল ও স্পোর্টস ক্লাব এবং একটি চারতলা ভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছয়মাস আগে সিরিয়াতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সরকারি বাহিনী আবার কয়েকটি শহরের পুনর্দখলে নিয়েছে।
হাসান নামের ওই বিক্ষোভকারী বলেন, ‘আমার ১০ জন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। ’ তিনি গোপন স্থান থেকে কথা বলেন।
শহরের অবস্থা ভয়াবহ বলে বর্ণনা করে হাসান জানান, সেনাবাহিনী প্রতিরোধমূলক হামলার নামে মঙ্গলবার থেকে গত পাঁচদিন ওই শহরের প্রায় সাত হাজার লোকের ওপর বোমা হামলা চালিয়েছে।
সিরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী রাস্তানের দখল নিয়েছে। সশস্ত্র হামলাকারীরা ভেতরে লুকিয়ে আছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১১