ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান জমজ ভাই: কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, অক্টোবর ৫, ২০১১
পাকিস্তান-আফগানিস্তান জমজ ভাই: কারজাই

নয়াদিল্লি: ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের পর সম্পর্কের ব্যাপারে পাকিস্তানকেও আশ্বস্ত করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

গত মঙ্গলবার করা ওই চুক্তির আওতায় ভারত আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

চিরশত্রু ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় স্বভাবতই অসন্তুষ্ট হয়েছে পাকিস্তান। তাই সম্পর্ক উন্নয়নের ব্যাপারে পাকিস্তানকেও আশ্বস্ত করেছেন কারজাই।

বুধবার তিনি বলেছেন, ‘পাকিস্তান যমজ ভাই আর ভারত মহান বন্ধু। গতকাল বন্ধুর সঙ্গে করা সমঝোতা চুক্তি ভাইয়ের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। ’

কারজাই আরও বলেন, ‘ভারতরে সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের উদ্দেশ্য কোনও দেশের বিরুদ্ধে দাঁড়ানো নয়। ভারতের শক্তিমত্তার সহায়তায় আফগানিস্তান লাভবান হওয়ার জন্যই এই চুক্তি। ’

নয়াদিল্লি কাবুলে আবারও তালেবানের মতো কোনো জঙ্গি সংগঠন ক্ষমতায় আসার আশঙ্কায় ভীত। আফগানিস্তানে প্রভাব বিস্তারের লক্ষ্যে অবকাঠামো খাতে ভারত ২০০ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।