ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরতে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, অক্টোবর ৬, ২০১১
সিরতে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত বিরোধীরা

সিরত: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সিরতে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে এনটিসি। কর্নেল গাদ্দাফি এখনও দেশেই আছেন এবং তিনিও চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানান তিউনিশিয়ায় বন্দী গাদ্দাফি প্রশাসনের সাবেক প্রধানমন্ত্রী আল-বাগদাদি আলী আল-মাহমুদি।



বাগদাদি তার আইনজীবির মাধ্যমে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি গাদ্দাফি এই দেশ ছেড়ে চলে যায়নি। আমি তাতে যতটুকু জানি তাতে তিনি ছেড়ে যাবার পাত্র নন। তিনি তার বিশ্বস্ত মানুষ এবং অস্ত্রসস্ত্র নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ’

মঙ্গলবার মুহমুদি একথা বলেন। তিনি আরও বলেন, ‘গাদ্দাফি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং তিনি তার অস্ত্র সমর্পন করবেন না। ’

বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের(এনটিসি) কমান্ডাররা সিরতের পূর্ণ দখল নিতে অভিযান পরিচালনা করবে। ন্যাটো বিমানের সহায়তায় গাদ্দাফিপন্থীদের গুড়িয়ে দিতেই তারা চূড়ান্ত অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লিয়ন প্যানেটা বলেন, লিবিয়াতে ন্যাটোর অভিযান চলবে। ন্যাটোর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে তবে এই সপ্তাহেই ন্যাটো প্রশ্নে মিত্রদের সঙ্গে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।