দিল্লির তাপমাত্রা এরই মধ্যে নেমেছে ১২.৪ ডিগ্রিতে, যা সিজনের গড় তাপমাত্রার চেয়ে কম। একথা জানাচ্ছে দিল্লির আবহাওয়া দপ্তর।
ভারতীয় রেলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে ৬৯টি ট্রেনের যাত্রা বিলম্ব, ২২টি পুনঃশিডিউল এবং আটটির যাত্রা বাতিল করা হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। বিশেষত কদিন ধরে ঘিরে রাখা ধোঁয়াশায় মাঝে মধ্যে সামান্য দূরত্বের কিছুও দেখা যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের ১৪-১৫ তারিখে বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিই কাটাতে পারে ধোঁয়াশা।
এই ধোঁয়ার জন্য বিশেষজ্ঞরা দিল্লির লাগামহীন নির্মাণকাজ ও ইট উৎপাদনকে দায়ী করছেন। এতে আবার হুমকির মুখে রিয়েল স্টেট ব্যবসা।
রাজ্য সরকার সোমবার থেকে ধোঁয়া প্রতিরোধে গাড়ি চলাচলে জোড়-বিজোড় পদ্ধতি চালু করছে। এছাড়া সড়কে পানি ছিটানোর পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটানোরও পরিকল্পনা নিয়েছে।
দিল্লির আশপাশের এলাকায় প্রতিবছরের এ সময়ে ফসলের আবর্জনা পোড়ানো, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ সামগ্রির ধুলোর সংমিশ্রণে বাতাস দূষিত হয়ে উঠে। তবে এবার দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। শিশুদের সুরক্ষায় শহরের সব স্কুল রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ অবস্থায় দিল্লি ভ্রমণেও সতর্কতা জরুরি।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এএ