ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ বিতর্ক, হাসির পাত্র ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ বিতর্ক, হাসির পাত্র ট্রাম্প হাসির খোরাক ডোনাল্ড ট্রাম্প

নিজের বালখিল্য আচরণে ফের উপহাসের পাত্র হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গতবারের মতো এবারও বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ করার জন্য তাকে ফোন করেছিল প্রভাবশালী সাময়িকী টাইম। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। কড়া জবাব দিয়ে টাইম কর্তৃপক্ষ বলেছে, ফটোশুটের জন্য প্রেসিডেন্টকে ফোন করা হয়েছিল। তার অন্য ধারণা সঠিক নয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক সমালোচিত এই প্রেসিডেন্ট।

শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প বলেন, ‘টাইম ম্যাগাজিন ফোন করে বলেছে যে গতবারের মতো মতো এবারও ‘সম্ভবত’ আমি ‘পারসন অব দ্য ইয়ার’ হতে যাচ্ছি, কিন্তু আমাকে একটি সাক্ষাৎকার এবং ফটোশুটের জন্য রাজি হতে হলো। আমি তাদের বলেছি, ‘সম্ভবত’ ভালো কিছু নয় এবং এটা পাশ দিয়ে চলে গেছে।

যাক, ধন্যবাদ। ’ 

প্রায় পৌনে ৩ ঘণ্টা পর টাইমের টুইটার অ্যাকাউন্টে আসে পাল্টা জবাব, ‘আমাদের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচন করার ব্যাপারে প্রেসিডেন্টের অনুমান সঠিক নয়। পারসন অব দ্য ইয়ারের বিষয়ে সাময়িকীর চূড়ান্ত সংখ্যা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত টাইম কোনো মন্তব্য করে না, আর এই সংখ্যা প্রকাশ হবে ৬ ডিসেম্বর’।

২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অবিশ্বাস্যভাবে জয়লাভের পর সে বছর টাইম সাময়িকীর বিবেচনায় ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। আগের বছরগুলোতে ধনকুবের হিসেবে তাকে বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় না রাখায় সাময়িকী কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা নিয়ে তোপ দাগলেও সে বছর চূড়ান্ত সংখ্যার প্রচ্ছদে নিজের ছবি দেখেই খুশিতে গদগদ হন ট্রাম্প। এক টুইটার বার্তায় টাইমের জন্য শুভ কামনাও জানান তিনি।

নতুন করে টাইমের ওপর এই আক্রোশ প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধুনো হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। খোদ সাময়িকীটির সম্পাদক রিচার্ড স্টেঙ্গেল থেকে শুরু করে টেনিস তারকা অ্যান্ডি মারে, গণমাধ্যম ব্যক্তিত্ব জেস ডিওয়েকরা পর্যন্ত খোঁচাচ্ছেন ট্রাম্পকে।  

রিচার্ড স্টেঙ্গেল তার টুইটারে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘বলতে ঘৃণা লাগছে যে সম্ভবত আপনি পারসন অব দ্য ইয়ার হচ্ছেন না। তারা শুধু আপনার কাছে ফটোশুট চেয়েছিল। কিন্তু আমি নিশ্চিত, আপনার কাছে কোথাও ভুয়া টাইমের প্রচ্ছদ তৈরি করা আছে। ’

অ্যান্ডি মারে মার্কিন প্রেসিডেন্টের টুইটের অনুকরণে তাকে খোঁচা দিয়ে বলেন, ‘বিবিসি এই মাত্র আমাকে ফোন করে বললো আমি সম্ভবত বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হতে যাচ্ছি, কিন্তু আমাকে কেবল সাক্ষাৎকার ও ফটোশুটের জন্য রাজি হতে হলো। আমি বলেছি, ‘সম্ভবত’ ভালো কিছু নয় এবং এটা পাশ দিয়ে চলে গেছে। যাক, ধন্যবাদ। ’

ঠিক একই কায়দায় জেস ডিওয়েক বলেন, ‘অভিনেতা ও সংগীতজ্ঞ ইডরিস এলবা আমাকে ফোন করে বলেছেন, তিনি সম্ভবত আমার সঙ্গে প্রেম করতে চান, কিন্তু আমি বলেছি, ‘সম্ভবত’ ভালো কিছু নয় এবং এটা পাশ দিয়ে চলে গেছে। ’

কমেডিয়ান ও অভিনেত্রী অপর্না নানচেরলা আরও এক কাঠি সরেস হয়ে বিদ্রুপ করেন ট্রাম্পকে। প্রেসিডেন্টের টুইটের শুরুতে ‘TIME’ বানানের ‘T’ সরিয়ে তিনি বসিয়ে দেন ‘CR’, যাতে পুরো শব্দ দাঁড়ায় ‘CRIME’। ট্রাম্পের টুইটকে এই কায়দায় সংযোজন করে অপর্না টুইট করেন, ‘ঠিক করে দিলাম’।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।