প্যারিস: যুক্তরাষ্ট্রের অনুসরণে বাছাই ভোটের মাধ্যমে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছে ফ্রান্সের সোশালিস্ট পার্টি। দলীয় প্রার্থী মনোনয়নের জন্য প্রাথমিক নির্বাচনের আয়োজন করেছে তারা।
এই প্রথম দলের মধ্য থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নে বাম দলের সমর্থকরা সরাসরি মতামত দিতে পারছেন। এর জন্য দেশজুড়ে নির্বাচনী কেন্দ্র খোলা হয়েছে বলে রোববার সোশালিস্ট পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ছয়জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এখন এদের একজনও যদি ৫০ শতাংশ ভোট না পান তাহলে সবচে বেশি ভোট পাওয়া দুইজনকে বাছাই ভোটে মনোনয়ন পেতে আগামী এক সপ্তাহ লড়তে হবে।
হোলান্দে লড়ছেন তার সাবেক ডেপুটি এবং তার সন্তানদের মা সেগোলিন রয়্যালের বিরুদ্ধে। একই সঙ্গে রয়্যালের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মারতিন অবরির বিরুদ্ধেও লড়ছেন তিনি।
অপর প্রার্থীরা হলেন, দলের তরুণ প্রজন্মের দুই প্রতিনিধি আরনুদ মনতেবুর্গ ও মানুয়েল ভালস এবং সাবেক মন্ত্রী জ্যাঁ মিশেল বেলেত।
সোশালিস্ট পার্টির এই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি পছন্দ করা হয়েছে প্রেসিডেন্ট সারকোজির প্রধানমন্ত্রীর পরামর্শেই।
প্রধানমন্ত্রী ফ্রান্সিস ফিলোন বলেন, ‘এটা হলো আধুনিক পদ্ধতি। বাম ও ডান উভয় দলের জন্যই এটা প্রযোজ্য। ’
২০১২ সালের এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো লড়বেন বলে ধারণা করা হচ্ছে।
আইএমএফ এর সাবেক প্রধান দোমিনিক ত্রস কান প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর সবচে সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সিস হোলান্দেকে।
মতামত জরিপে দেখা যাচ্ছে, ফ্রান্সিস বর্তমান প্রেসিডেন্ট নিকোলাই সারকোজিকে হারাতে পারবেন।
জরিপে দেখা যাচ্ছে সারকোজির জনপ্রিয়তা একেবারেই কম। সেহেতু আগামী নির্বাচনে সোশালিস্ট পার্টির বিজয় অনেকটা নিশ্চিত।
এখন প্রশ্ন উঠছে সোশালিস্ট পার্টির অর্থনৈতিক নীতি কেমন হবে। হোলান্দে বলছেন, ‘তিনি ব্যয় সংকোচনের বিপক্ষে। ঋণভার কমানো সবচে ভাল উপায় হচ্ছে প্রবৃদ্ধি। ’
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১