ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পতনের মুখে গাদ্দাফির জন্মশহর সিরতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, অক্টোবর ৯, ২০১১
পতনের মুখে গাদ্দাফির জন্মশহর সিরতে

ত্রিপোলি: লিবিয়ার বিদ্রোহী সেনারা রোববার সিরতের বিশ্ব বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলেছে এবং শহরের ওয়াগাদুগু সম্মেলন কেন্দ্র হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছে।

জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) একজন কমান্ডার জানিয়েছেন, সম্মেলন কেন্দ্রের বিস্তৃত এলাকায় এখনও যুদ্ধ চলছে।



এনটিসির বাহিনী সিরতেতে জোরালো আক্রমণ শুরু করে গত শুক্রবার। এর আগে একবার সিরতের পতন ঘোষণা করেছিল এনটিসি। কিন্তু গাদ্দাফির অনুগত বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

জানা গেছে, সিরতে শহরের প্রবেশ মুখে সম্মেলন কেন্দ্র, বিশ্ববিদ্যালয় এলাকা এবং আবাসিক এলাকা থেকে প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এনটিসি বাহিনী।

রোববার বিকেলে এনটিসির যোদ্ধারা জানিয়েছেন, তারা সিরতের প্রধান হাসপাতাল অবরোধ করেছেন। সন্দেহভাজন গাদ্দাফির কয়েকজন অনুসারীকে আটক করা হয়েছে।

সিরতে শহরে কয়েক হাজার বেসামরিক লোক আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে। এনটিসি বাহিনীর আক্রমণে অনেকেই ভীত-সন্ত্রস্ত।

এদিকে, মরুভূমি অঞ্চল বনি ওয়ালিদ এখনও গাদ্দাফির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।