ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে এক দিনে তিন হামলা: নিহত ৩, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুন ২০, ২০১০

কাবুল: আফগানিস্তানের প্রাদেশিক শহর হেলমান্দে দুটি বোমা বিস্ফোরণ ও নানগারহার প্রদেশে রকেট হামলায় আজ রোববার তিন শিশু নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন।

হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন “আবারও জঙ্গিরা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করলো” ।



প্রথম বিস্ফোরণটি ঘটে দেশটির দক্ষিণে লস্কর গাহ্ শহরের একটি ব্যাংকের সামনে। এতে কমবয়সী এক মেয়ে নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে আহমাদী জানান।

একটি হাই স্কুলের সামনে ঘটা দ্বিতীয় বিস্ফোরণে এক আফগান সেনাসহ পাঁচজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

তৃতীয় হামলার ঘটনা ঘটে দেশটির পূর্বাঞ্চলে। একটি বাড়িতে জঙ্গিদের রকেট হামলায় দুই শিশু নিহত এবং এক মহিলা ও তিনজন পুরুষ আহত হয়েছেন বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। নানগারহার প্রদেশের বেহ্সুদ জেলার বিমানবন্দরটি এ রকেট হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে বলে বিবৃতিটিতে বলা হয়।  

উল্লেখ্য, গতকাল শনিবার নানগারহারের অপর একটি এলাকায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, জুন ২০, ২০১০
এনজে/ডিসি/জেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।