ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও সংঘর্ষ: নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, অক্টোবর ১০, ২০১১
সিরিয়ায় আবারও সংঘর্ষ: নিহত ৩১

সানা: সিরিয়ার সেনাবহিনীর হাতে সোমবার অন্তত ৩১ জন বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির বিক্ষোভকারীরা।

তবে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতদের মধ্যে ১৪জন বেসামরিক এবং ১৭জন নিরাপত্তা বাহিনীর সদস্য।



প্রতিবাদকারীরা জানায়, ‘সিরিয়ার হোমস শহরে সাতজন বেসামরিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে না চাইলে অপর সেনাসদস্যরা তাদের ওপর গুলি করে। ’

তবে বিক্ষোভকারীদের এই তথ্য এখনও যাচাই করা যায়নি।

হোমসের স্থানীয় সমন্বয় কমিটি বলছে, ‘হোমসের বিভিন্ন স্থানে ভারি গোলা এবং গুলি বর্ষণ করা হচ্ছে। শহরের অনেক ঘর-বাড়িই ধ্বংস হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।