ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, অক্টোবর ১০, ২০১১
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনী

স্টকহোম: অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনী টমাস সার্জেন্ট এবং ক্রিস্টোফার সিমস। সামষ্টিক অর্থনীতির কার্যকারণের প্রায়োগিক দিক নিয়ে গবেষণার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

সোমবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটি জানায়, তারা এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সুদের হারের অস্থায়ী বৃদ্ধি এবং কর হ্রাস অর্থনীতির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর কীভাবে প্রভাব ফেলে- এরকম প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায়।

নোবলজয়ী দুজনেই ৬৮ বছর বয়সী।

সার্জেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিমস প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক।

পুরস্কার বিজয়ীদের হাতে আগামী ডিসেম্বরের ১০ তারিখ পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।