ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদির সভাপতি সোনিয়া গান্ধী ও নরেন্দ্র মোদি

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ৭১ তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শনিবার (৯ ডিসেম্বর) এ শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, 'আমি সোনিয়া গান্ধীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। '

১৯৪৬ সালের এই দিনে জন্ম নেন ইতালির বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ সোনিয়া গান্ধী।

রাজনীতিতে আসার আগে রাজীব গান্ধী ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট।  কেমব্রিজে থাকাকালীন সোনিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরে রাজীব  সোনিয়াকে বিয়ে করেন। মা ইন্দির গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন পুত্র রাজীব গান্ধী। পরে ১৯৯১ সালে একটি নির্বাচনী জনসভায় তামিল জঙ্গিদের বোমা হামলায় মারা যান তিনি।

এরপর ১৯৯৮ সালে কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন তার স্ত্রী সোনিয়া গান্ধী। ২০০৪ সালে তার নেতৃত্বে কংগ্রেস ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।