ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডার প্রতিরক্ষা বিভাগে কাটছাট

অনাদি নিমগ্ন, অটোয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, অক্টোবর ১১, ২০১১

অটোয়া: কানাডা সরকার প্রতিরক্ষা খাতে নানাভাবে কাটছাট করছে। আফগান যুদ্ধে খরচের প্রভাবেই এই কাটছাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



প্রতিরক্ষা মন্ত্রী পিটার ম্যাককয়ের বরাত দিয়ে ডেইলি অটোয়া সিটিজেন জানায়, পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের লে-অফের অংশ হিসেবে এরইমধ্যে ২৫০টি সিভিলিয়ান পজিশন কমানো হচ্ছে মিলিটারি থেকে!

আগামী ৩ বছরে ২১০০ সিভিলিয়ান পজিশন কমানোর ঘোষণাও দিয়েছে প্রতিরক্ষা বিভাগ।

উল্লেখ্য, আফগান যুদ্ধে কানাডা শুধু দেড় শতাধিক সৈন্যই হারায়নি, খরচ হয়েছে মিলিয়ন-বিলিয়ন ডলার। যা দেশটির প্রতিরক্ষা খাতে প্রভাব ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।