ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিন। প্রধানমন্ত্রী টেরিজা মের অনুরোধে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আন্তির্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।

সম্প্রতি মন্ত্রীদের আচরণবিধি নিয়ে একটি তদন্ত হয়।

তদন্তে মন্ত্রীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি উঠে আসে। এরপরই মূলত পদত্যাগ করেন তিনি।  

খবরে বলা হয়, ২০০৮ সালে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ডেপুটি প্রধানমন্ত্রী ডেমিয়ানের কার্যালয়ের কম্পিউটারে পর্নগ্রাফি পাওয়া যায় বলে অভিযোগ উঠে।  

তখন বলা হচ্ছিল, এ বিষয়ে বিবৃতি না দিয়ে ডেমিয়ান মানুষকে বিভ্রান্ত করেছিলেন। তখন একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি ওঠে।  

ফরাসি নিউজপোর্টাল ফ্রান্স২৪ বলছে, ওই দাবির প্রেক্ষিতেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সম্প্রতি এ কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।  

তবে ওই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন ডেমিয়ান। তিনি ছিলেন প্রধানমন্ত্রী মের খুবই ঘনিষ্ঠ।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।