ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যা, ভূমিধসে ৯০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, ডিসেম্বর ২৩, ২০১৭
ফিলিপাইনে বন্যা, ভূমিধসে ৯০ জনের প্রাণহানি বন্যা, ভূমিধসে অন্তত ৯০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯০ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (২৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটেছে।

রায়ান চাবুস নামে স্থানীয় এক মুখপাত্র বলেন, ভুমিধসে একটি চাষাবাদ গ্রাম তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, এর সত্যতা যাচাইয়ে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা ছুটে গেছেন। তবে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার কোনো কিছুই নিশ্চিত করা যাচ্ছে না।

মৌসুমি ঝড় ‘তিমবিন’র আঘাতের পর বন্যা, ভূমিধসে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দুই কোটি জনসংখ্যার দেশটি।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।