ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক পরিবারের ১০ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক পরিবারের ১০ জনের সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড গাড়ি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সুজুকি ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে প্রদেশের সান শহরের কাছে সিন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিন্ধু নদী ঘেঁষে চার লেনের এ মহাসড়কটি সংযুক্ত করেছে দক্ষিণাঞ্চলের করাচি ও উত্তরাঞ্চলের পেশোয়ারকে।

এই মহাসড়কেই সংযুক্ত দেরা গাজী খান।

স্থানীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ইরফান বাহাদুর সংবাদমাধ্যমকে জানান, মহাসড়কে দ্রুতগতিতে চলন্ত দু'টি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সুজুকি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচ শিশু, এক যুবক ও চারজন নারী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় অনেকে।

পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক পালিয়ে গেছে। তবে তাদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।