ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কার্বন কর আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, অক্টোবর ১২, ২০১১
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কার্বন কর আইন পাস

সিডনি: অস্ট্রেলীয় পার্লামেন্টের নিম্মকক্ষে বিতর্কিত কার্বনকর আইন পাস হয়েছে। ২০১২ সালের ১ লা জুলাই  থেকে এই আইন কার্যকর হবে।



 ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা ১৫৯ মেট্রিক টন কমানোর লক্ষ্যেই এই আইন। এই আইনের ফলে দেশটির ৫০০টি বড় কোম্পানিকে প্রতিটন কার্বন নির্গমনের জন্য অতিরিক্ত কর দিতে হবে।
 
জলবায়ু পবির্তন মোকাবেলার কৌশল হিসেবে অস্ট্রেলিয়া সরকার এই করারোপের নীতি গ্রহণ করেছে। কিন্তু বিরোধীরা বলছেন, এর ফলে অনেক মানুষ চাকরি হারাবে এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।

অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম কয়লা রপ্তানিকারক এবং একই সঙ্গে মাথাপিছু সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ।

পার্লামেন্টের নিম্নকক্ষে বুধবার আইনটির পক্ষে ৭৪ এবং বিপক্ষে ৭২ ভোট পড়ে। আইন পাসের পর গিলার্ড সহকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন এবং সংসদের গ্যালারিতে অপেক্ষমান দর্শনার্থীদের উদ্দেশে হাত নাড়েন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।