ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে পুলিশকেন্দ্রে জঙ্গি হানা, দুই জঙ্গিসহ ৪জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
কাশ্মীরে পুলিশকেন্দ্রে জঙ্গি হানা, দুই জঙ্গিসহ ৪জন নিহত জঙ্গি হামলার পরপরই নিরাপত্তাবাহিনী সতর্ক অবস্থান নেয়

ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামা এলাকার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে (সিআরপিএফ) অতর্কিত জঙ্গি হামলার ঘটনায় হামলাকারী দুই জঙ্গিসহ এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিসাধীন আছেন দুই জওয়ান। তারা এখন আশঙ্কামুক্ত।

টানা কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী দুই জঙ্গির মৃত্যু ঘটার মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর জঙ্গি হামলার অবসান ঘটেছে।

তবে নিরাপত্তাবাহিনী ধারণা করছে, হামলাকারীদের মধ্যে হয়তো আরও একজন আছে যে তাদের চোখ ফাঁকি দিয়ে এখনো বেঁচে আছে।

পুলিশকেন্দ্রের সর্বত্র সন্দেভাজন জঙ্গির খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শনিবার দিনগত মধ্যরাতে কমপক্ষে দু’জন জঙ্গি কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরের লেঠপোরার এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে অতর্কিতে ঢুকে পড়ে গুলি ও গ্রেনেড হামলা চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।

জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, শনিবার দিনগত রাত ২টা ১০ মিনিটে অন্তত দুই বা তিনজন জঙ্গি কেন্দ্রের সীমানাপ্রাচীরের ভেতর ঢুকে পড়ে অতর্কিতে গুলি ও গ্রেনেড হামলা শুরু করে। তারা কেন্দ্রের মূল ভবনে ঢুকে পড়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডে ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়। অপর ৩ জওয়ান আহত হন। পরে আহতদের একজন মারা যান।

দীর্ঘ কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী দুই জঙ্গি মারা যায়।

এর মধ্য দিয়ে শনিবার দিনগত মধ্যরাতের এই হামলার ঘটনার পর পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে।  

উল্লেখ্য, গত আগস্ট মাসেও পুলওয়ামায় সিআরপিএফ-এর ওপর এরকমই এক অতর্কিত হামলা চালিয়েছিল জঙ্গিরা। সে হামলায় নিরাপত্তবাহিনীর ৮জন সদস্য প্রাণ হারান। সেটি ছিল একজন আত্মঘাতী হামলা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা ১২ ঘণ্টা বন্দুকযুদ্ধের পর তিন হামলাকারীর মৃত্যু হয়।

বিরোধপূর্ণ এই রাজ্যটিতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিরা প্রায়শই এ ধরনের হামলা চালায়। বেশিরভাগই হামলাই আত্মঘাতী হামলা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭ আপডেট১৫৪৫ ঘণ্টা
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।