ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, অক্টোবর ১৪, ২০১১
ইরাকে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৫

ঢাকা: ইরাকের শিয়া অধ্যুষিত শহর সদর সিটিতে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন।



পুলিশ জানিয়েছে, বোমা দুটি আল-হে মার্কেটে বিস্ফোরিত হয়েছে।

প্রথমে রাস্তার পাশে কফি দোকানের একটি বোমা বিস্ফোরিত হয়। এরপর আরেকটি শক্তিশালী বিস্ফোরিত হয়। পরেরটায় ৫০ জন আহত হয়।

এর একদিন আগেই রাজধানী বাগদাদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এক মাসের মধ্যে যা সবচেয়ে ভয়াবহ। বুধবার দুইজন আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরণে ২২ জন লোক নিহত হয়।

মার্কিন সেনাবাহিনীর সর্বশেষ বহরটি ইরাক ছাড়ার অপেক্ষায় রয়েছে। আর এই মুহূর্তেই দেশটিতে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।