ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুংফু অনুশীলন করতে গিয়ে ৪০ বাইকে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কুংফু অনুশীলন করতে গিয়ে ৪০ বাইকে আগুন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি- সংগৃহীত

ঢাকা: কুংফু অনুশীলন করতে গিয়ে অসাবধানবশত ৪০টি ইলেক্ট্রনিক বাইকে আগুন ধরিয়ে দিলেন এক তরুণ। সম্প্রতি চীনে এ ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ এ ভয়ংকর অগ্নিকাণ্ডের সূত্র খুঁজতে গিয়ে দেখেন, এর পেছনে দায়ী মার্শাল আর্টে মগ্ন এক তরুণ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি পার্কিং কমপ্লেক্সে কুংফুর বিভিন্ন কারসাজি অনুশীলন করছেন এক তরুণ।

প্রথমে একটি বাইকের উপর আগুন রেখে তা হাতের তালুর সাহায্যে নেভানোর চেষ্টা করেন তিনি। এরপর ওই তরুণের আগ্রহ কমে যায়। সেখান থেকে তিনি সটকে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে আশপাশে থাকা আরও ৪০টি বাইকে আগুন ধরে যায়।  

কর্তৃপক্ষ জানাচ্ছে, বাইক পুড়ানোর ঘটনায় ছেলেটির বাবা-মাকে ১৫,০০০ ডলার জরিমানা দিতে হতে পারে। তবে ক্ষয়ক্ষতি হলেও কেনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এনএইচটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।