ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা ম্যাপ, গুগল থেকে নেওয়া

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর উত্তর-পশ্চিমাঞ্চলের এ অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প হয়।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কোদিয়াক থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূপৃষ্ট থেকে যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।   

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা ছাড়াও ক্যালিফোর্নিয়া ও ব্রিটিশ কলাম্বিয়াতেও এ সতর্কতা জারি থাকবে।
 
সতর্কবার্তায় বলা হয়েছে, এই কম্পনের ফলে ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলাম্বিয়া উপকূল এবং আলাস্কায় সুনামি হতে পারে। এতে সম্পদ ও জন-জীবনেরও মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।  

ওইসব এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।