ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, অক্টোবর ১৫, ২০১১
ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড

লন্ডন: আচরণ বিধি ভঙ্গের দায়ে লিয়াম ফক্সের পদত্যাগের পর শুক্রবার নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ব্রিটেন। কনজারভেটিভ দলের নেতা ফিলিপ হামন্ডকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।



২০১০ সালে মে‘তে কনজারভেটিভ দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী ক্যামরনের জোট সরকার ক্ষমতা নিলে ৫৫ বছর বয়সী এই পার্লামেন্ট সদস্য পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু লিয়াম ফক্সের পদত্যাগের কারণে এখন এই মুহূর্তে কঠিনতম একটি দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল।

লিবিয়া ও আফগানিস্তান যুদ্ধ এবং সর্বোপরি প্রতিরক্ষা খাতে বাজেট হ্রাস এইসব সমস্যার মোকাবেলা করতে হবে তাকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিট হামন্ডের নিয়োগের খবর নিশ্চিত করেছে। তার আগের দায়িত্ব পরিবহন মন্ত্রণালয়ে এখন তার স্থালাভিষিক্ত হবেন অর্থমন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী জাস্টিন গ্রিনিং।

হামন্ড মূলত একজন ব্যবসায়ী তবে কনজারভেটিভ পার্টির ১৩ বছরের শাসনে তিনি বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছিলেন। প্রতিরক্ষা দপ্তরে কাজ করার কোনো অভিজ্ঞতা অবশ্য তার নেই। নির্বাচিত হয়ে তিনি প্রথম হাউজ অব কমনসে আসেন ১৯৯৭ সালে।

অক্সফোর্ডে পড়াশোনা করা তিন সন্তানের বাবা হামন্ড ব্রিটেনে গত ১০ বছরের মধ্যে সপ্তম প্রতিরক্ষামন্ত্রী হলেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স ভুলবশত ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্ব এক করে ফেলার কথা বলে গত শুক্রবার পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।