ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, অক্টোবর ১৬, ২০১১
ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৪

সানা: ইয়েমেনের রাজধানী সানায় রোববার বিক্ষোভকারীদের জমায়েতে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে আরও ৩৭ জন।

স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসকের সূত্রে এ খবর জানা গেছে।

গত শনিবার রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১০ জন নিহত এবং ৩৮ জন আহত হওয়ার পরদিন এই হতাহতের ঘটনা ঘটল।

চেঞ্জ স্কয়ারে একটি অস্থায়ী হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আল কুবাতি হতাহতের খবর নিশ্চিত করেছেন।

অপর চিকিৎসক মলহিম সাইদ শনিবারের সহিংসতায় হতাহতের ঘটনাকে বিপ্লবের জন্য বিষাদের দিবস বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ওই মিছিলে তরুণরা সব নিরস্ত্র ছিল। যখন গুলি করা হচ্ছিল তখনও তারা পাল্টা আক্রমণে যেতে চাচ্ছিল না। ’

তবে এই ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ইয়েমেনে গত আট মাস ধরে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে জনগণ। গত সপ্তাহেও রাজধানীর সানার রাস্তায় হাজার হাজার ইয়েমেনি মিছিল করেছে। তারা ইয়েমেনে পরিবর্তন আনতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানায়।

সরকার অবশ্য বলছে, চলমান এই রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটা সমাধান খুঁজতে তারা কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।