ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের সহায়তা অব্যাহত থাকবে: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ১৮, ২০১১
কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের সহায়তা অব্যাহত থাকবে: গিলানি

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার বলেছেন, কাশ্মীরি জনগণের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ইচ্ছা অনুযায়ী পাকিস্তান সরকার তাদের সহায়তা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী গিলানির বক্তব্য উদ্ধৃত করে  অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানায়, কাশ্মীর ইস্যু পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মূল ইশতেহার এবং দেশটির গণতান্ত্রিক সরকার এই ইস্যুতে কাশ্মীরি জনগণের জন্য তাদের নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে।



পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মুহাম্মদ ইয়াকুব খান সোমবার প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সরদার মুহাম্মদ ইয়াকুব খান বলেন, গিলানির সাম্প্রতিক কাশ্মীর সফর খুবই আন্তরিক এবং এই সফর কাশ্মীরের জনগণ ও লাইন অব কন্ট্রোলের ওপর প্রভাব যথেষ্ট ফেলবে।
 
বাংলাদেশ সময় : ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।