ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার হোমস শহরে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, অক্টোবর ১৮, ২০১১
সিরিয়ার হোমস শহরে নিহত ২১

দামেস্ক: সিরিয়ার হোমস শহরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ২১জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা এ কথা জানিয়েছেন।



যুক্তরাজ্য ভিত্তিক  মানবাধিকার গ্রুপ ‘সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইটস ’জানায়, নিহতদের মধ্যে পুলিশ এবং বেসামরিক নাগরিক রয়েছে।

এটি সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং গত মার্চ থেকে শুরু হওয়া বাশার আল-আসাদ বিরোধী প্রতিবাদ বিক্ষোভের একটি অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু।

জাতিসংঘের এক হিসাব অনুযায়ী সংঘর্ষ  শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় প্রায় তিন হাজার লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিক্ষোভ দমনে সোমবার হোমসের দুটি জেলা খালিদিয়া এবং বাবস্বায়  সাজোয়া যান এবং ট্যাংক মোতায়েন করা হয়েছিল।

একটি অসমর্থিত সূত্র দাবি করেছে যে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এক বিক্ষোভকারীর শেষকৃত্যে অংশ নেওয়া দুই ব্যক্তি সেনাবাহিনীর গুপ্তঘাতকদের গুলিতে নিহত হয়েছে।

তবে সরকার দাবি করেছে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হোমসের এই হত্যাকান্ডের জন্য দায়ী।
 
‘সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইটস’ গ্রুপের রামি আবদেল রহমান নামের একজন মানবাধিকার কর্মী একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, সন্দেহভাজন দলত্যাগী সেনারা একটি সামরিক যান উড়িয়ে দিয়ে একজন কর্মকর্তা এবং তিন সেনাকে হত্যা করেছে।

এ ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের ইহসিম শহরে।

তবে ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।